বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় শহরের উপকণ্ঠে রাজনগড় নতুন বস্তি এলাকায় দীর্ঘ কুড়ি বছর ধরে হরিজন সম্প্রদায়ের দশটি বাড়ির সামনে থেকে মাদক বিক্রির অভিযোগ উঠেছে। এই মাদক ব্যবসার কারণে এলাকার সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়ে পঞ্চগড় পৌরসভা এলাকার যুবসমাজ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। এ অবস্থার প্রতিবাদে শুক্রবার বিকেলে রাজনগড় বকুলতলা মোড়ে জেলা প্রশাসন এর আয়োজনে মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সমাবেশে সভাপতিত্ব করেন রাজনগড় মাদক বিরোধী কমিটির সভাপতি মনসুর আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ এবং সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম। এছাড়া ছয়টি মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার তরুণরা সমাবেশে অংশ নেন ও বক্তব্য রাখেন।
বক্তারা জানান, মাদক ব্যবসায়ীরা দিনের বেলায় রাস্তার ওপরই অবাধে মাদক বিক্রি করছেন, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১০ থেকে ১৫টি পরিবারের নারী ও পুরুষ প্রত্যক্ষভাবে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত। প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ করেও মাদক ব্যবসা বন্ধ করা সম্ভব হয়নি।
সমাবেশে সাবেক পৌর মেয়র তৌহিদুল ইসলাম বলেন, আগামী এক মাসের মধ্যে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদ করা না হলে পঞ্চগড় জেলায় দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি ইউএনও’র কাছে মাদক ব্যবসায়ীদের একটি তালিকাও হস্তান্তর করেন।
ইউএনও জাকির হোসেন ও ওসি মাসুদ পারভেজ দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। সেই সঙ্গে রাতে পাহারা দেওয়ার ব্যবস্থার কথাও জানান।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।