পঞ্চগড় প্রতিনিধিঃ
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পঞ্চগড় সদর উপজেলার আহবায়ক কমিটি সম্পর্কে মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্য প্রনোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। ৩ জানুয়ারী শুক্রবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সদর উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে পঞ্চগড় সদর উপজেলা শাখার প্রাথমিক বিদ্যালয়ের আহবায়ক আফরোজা প্রধান, যুগ্ম আহবায়ক মনসুর আলম বক্তব্য দেন। সংবাদ সম্মেলন উপস্থিত বক্তারা বলেন, গত ৯ ডিসেম্বর পঞ্চগড় সদর উপজেলার শিক্ষকদের মতামতের ভিত্তিতে আমরা একটি আহবায়ক কমিটি গঠন করি। সে আহবায়ক কমিটি কেন্দ্রীয় নির্বাহী অনুমোদন দেন। এ কমিটি গঠনের প্রতিবাদে ১লা জানুয়ারী বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কমিটিতে জায়গা পাওয়া সদস্যকে জোর করে পদত্যাগ করিয়ে একাংশ গ্রুপ আহবায়ক কমিটির বিপক্ষে সংবাদ সম্মেলন করে। তারা আরও বলেন, তাদের মধ্যে কিছু কিছু শিক্ষক বিভ্রান্তমূলক তথ্য ছড়াচ্ছেন। আমরা সকল শিক্ষকরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তারা শিক্ষকদের জোর করে পদত্যাগ দেখিয়ে সংবাদ সম্মেলন করেন। তারা যে সংবাদ সম্মেলনটি করেছিল তা ছিল সম্পন্ন ভিত্তিহীন বানোয়াট এবং উদ্দেশ্যেপ্রনীত। তাদের এ সংবাদ সম্মেলনে সাধারন শিক্ষকগনের কোন সংশ্লিষ্টতা নেই। সংবাদ সম্মেলনে আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক আছিম উদ্দীন, সদস্য রুবাইয়া সুলতানা, রেজাউল করিম, কেরামত আলী, বিউটি আক্তার, আলী মোর্তজা, আন্জুমান প্রধান, প্রধান শিক্ষক আব্দুস সোবাহান, সহকারী শিক্ষক ছত্রসেন রায়, ফাতেমা আক্তার, সাইফুল ইসলাম, খাদেমুল ইসলামসহ পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।