বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
রমজান উপলক্ষে পঞ্চগড় ইসলাম বাগ এলাকায় সপ্তর্ষি সংঘ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিল।
বন্ধুত্ব গাড়ো হোক, দৃঢ় হোক ভাতৃত্ব। এই স্লোগানের আলোকে
শুক্রবার (২৯ মার্চ) পঞ্চগড় ইসলাম বাগ এলাকায় সপ্তর্ষি সংঘ এর অস্থায়ী কার্যালয় বকুল নীড়ে অনুষ্ঠিত হয় ইফতার ও দোয়া মাহফিল। সুজা, মেজবাহউদ্দিন বসুনিয়া জিম ও নাজিম হোসেন এর ব্যবস্থাপন বন্ধুত্ব অটুট থাক এই প্রত্যাশায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে নতুন পুরাতন প্রায় ৮০ জন বন্ধু উপস্থিত ছিল।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সুজা বলেন আমরা পাঁচ বছর যাবত এ অনুষ্ঠান করে আসছি, আগামীতে আরও বড় পরিসরে করবো।
নাজিম হোসেন সবাইকে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষ করেন।