বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সুগার মিল চালুর দাবীতে দীর্ঘদিন থেকে বেকার শ্রমিকরা আন্দোলন করে আসছেন। এবার সাধারন মানুষ, ছাত্র সহ জেলার কয়েকটি সংগঠন তাদের দাবীর সাথে একাত্মতা করে আন্দোলনে নেমেছেন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে মিলগেট এলাকায় পঞ্চগড়- ঢাকা মহাসড়কে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। চুক্তিভিত্তিক কর্মচারি কল্যান শ্রমিক ইউনিয়ন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী, পঞ্চগড় জেলা কেন্দ্রীয় আখ চাষী সমিতি, জেলা বিএনপি,জেলা জাগপা,গণ অধিকার পরিষদ, বনিক সমিতি সহ কয়েকটি সংগঠনের নেতা কর্মী এবং চিনিকল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা মানববন্ধনে অংশনেন। এ সময় জাগপার কেন্দ্রীয় সহ সভাপতি রাশেদ প্রধান, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা গনঅধিকার পরিষদের আহ্বায়ক মাহাফুজ রহমান, কেন্দ্রীয় আখ চাষী সমিতির আহবায়ক কাজী নিজাম, আখ চাষি আন্দোলন কমিটির আহবায়ক মনঝর আলী, জেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক, জেলা শ্রমিক দলের সভাপতি রাজু আহমেদ, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন । বক্তাদের দাবী দীর্ঘ চার বছর থেকে পঞ্চগড় সুগার মিলে আখ মাড়াই বন্ধ রয়েছে এতে করে হাজারও শ্রমিক বেকার হয়ে দূর্বিষহ দিন পার করছে। আওয়ামীলীগ সরকারের আমলে অন্যায়ভাবে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়। কারন পঞ্চগড় সুগার মিলে চিনি মজুদ থাকা সত্তেও ভারত থেকে চিনি আমদানী করেছেন তৎকালীন সরকারের প্রভাশালী লুটেরা প্রতিষ্ঠান এস আলম গ্রুপ। আওয়ামীলীগ সরকার কৌশলে সুগার মিলকে ক্ষতির মুখে ঠেলে দিয়ে মিলের কার্যক্রম বন্ধ করে দেন। বর্তমান সরকারের কাছে সুগার মিলে আখ মাড়াই কার্যক্রম চালুর জন্য জোর দাবী জানান তারা। অন্যথায় আগামি দিনে দূর্বার অন্দোলনের ঘোষনা দেন বক্তারা।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।