পঞ্চগড় প্রতিনিধিঃ
অনিয়ম, ঘুষ বাণিজ্য এবং দলীয় প্রীতির অভিযোগ তুলে পঞ্চগড়ে সিনিয়র জেলা ও দায়রা জজ গোলাম ফারুক, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মন্ডল, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জেলা শহরের জজ কোর্টের সামনে থেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ দিয়ে প্রদক্ষিণ শেষে জজ কোর্টের সামনেই সমাপ্ত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সংগঠনটির পঞ্চগড় সমন্বয়ক ফজলে রাব্বি, সেলিম, সহ-সমন্বয়ক মাহফুজ, শিক্ষার্থী ফয়সাল প্রমুখ। বক্তারা বিচারকদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে তাদের দ্রুত অপসারণের দাবি জানান। একই সঙ্গে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেওয়া হবে। বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগের মধ্যে শুদ্ধি অভিযান অত্যন্ত জরুরি।