মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের পটিয়া উপজেলার বাইপাস সড়কের করল মোড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে মো: রুবেল (৩৫) নামের একজন নিহত হয়েছেন। নিহত রুবেল চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন নুরুল আনোয়ারের পুত্র।
আহতরা হলেন- পটিয়ার কচুয়ায় ইউনিয়নের মো: ইব্রাহিম (৩৫), ময়মনসিংহ জেলার মোস্তাকিন (২৩), নোয়াখালী জেলার মো: সবুজ (৩৫), টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার ইমন (২০), একই উপজেলার মো: আরিফ (২৪), আবদুর রহিম (২৩), হেদায়েত (১৮) ও রুবেল (২২)।
জানা গেছে, ঢাকা ছেড়ে আসা কক্সবাজারমুখী এমআর ট্রাভেলসের চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব ১৫-৭৯৭৭)) পটিয়া বাইবাসে পৌঁছলে চট্টগ্রামমুখী লোকাল বাসের (চট্টমেট্রো জ ০৫-০২২২) মুখোমুখি সংর্ঘষ হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে নাইট কোচটি রাস্তার পাশের বৈদ্যুতিক একটি খুঁটিতে ধাক্কা খায়৷
এ সময় এ দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷ হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা জানিয়েছেন।
পটিয়ার বাসিন্দা শাহরিয়ার জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে যায়। গাড়ি দুইটি পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে যান।