এম মনির চৌধুরী রানাঃ
চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি ও হামলার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর) রাতে পটিয়া পৌর এলাকায় পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন কুসুমপুরা ইউনিয়নের মেহেরআঁটি গ্রামের নুরুল আবসারের দুই ছেলে মুসলিম জামান সবুজ (৩০) ও আক্তারুজ্জামান শাকিল (২৪)।
পটিয়া থানার অফিসার ইনচার্জ ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, আক্তারুজ্জামান শাকিল গত ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের মিছিলে গুলি করেছে এমন ভিডিও পাওয়া গেছে। শনাক্ত করার পর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। এ ছাড়া তাঁর বড় ভাই মুসলিম জামান সবুজ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি প্রার্থী এনামুল হক এনামের গাড়ি বহরে হামলা ভাঙচুর মামলার আসামি। তিনি আরও জানান, ওই দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় মাদক কারবারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। শনিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতে উপস্থাপনের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।