মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালনকে কেন্দ্র করে পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে| পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ ও বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।
আজ শুক্রবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদের সামনে স্থানীয় সংসদ সদস্য আ স ম ফিরোজ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব হাওলাদার গ্রুপের মধ্যে এ সংঘর্ষ ঘটে।এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানান,উপজেলা পরিষদের পূর্ব দিক থেকে আ স ম ফিরোজের নেতৃত্বে একটি গ্রুপ আনন্দ শোভাযাত্রা নিয়ে উপজেলার দিকে আসছিল।একই সময় পশ্চিম দিক থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাউফল উপজেলা চেয়ারম্যান মোতালেব হাওলাদারের নেতৃত্বে একটি গ্রুপ আনন্দ শোভাযাত্রা নিয়ে এগিয়ে আসতে থাকে। এসময় দুপক্ষে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।এ সময় উপজেলা চেয়ারম্যান মতলব হাওলাদারসহ অন্তত ২০ জন আহত হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লাঠিচার্জ করা হয়।পরবর্তীতে পুলিশ বাধ্য হয়ে ২০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।উক্ত ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের ইটপাটকেলে পুলিশের চার থেকে পাঁচ জন সদস্য আহত হয়েছেন|
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।