মোঃ সবুজ খান, মির্জাপুর টাঙ্গাইলঃ
আল আমিন মল্লিক নিশাদ একজন সফল ক্রীড়াপ্রেমিক মানুষ টাংগাইল জেলায় যেখানেই খেলাধুলা সেখানেই তিনি আল আমিন মল্লিক নিশাদ। গ্রামঃ-পড়াইখালী থানাঃ-দেলদুয়ার জেলাঃ-টাংগাইল নিশাদ ছোটবেলা থেকেই খেলাধুলার খুবই আগ্রহ ছিলেন। এক সময় টাংগাইলে ক্রিকেট প্যাক্টিসও করতেন। কিন্তু পড়ালেখার চাপে ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানান। বর্তমানে সকলেই ফেসবুক আইডি ব্যবহার করায় তিনি একটি ফেসবুক পেইজ খুলে তার এ-ই ফেসবুক পেইজ নাম দেয় Physical fitness club এই নামে প্রথম টার্গেট নেয় মানুষ কে কি ভাবে ব্যায়াম এক্সারসাইজের মাধ্যমে সারা দেশের মানুষের ফিট করানো যায় । এজন্য তিনি ফ্রি লাইভ এক্সারসাইজ ক্লাস করায় এছাড়া টাংগাইল জেলার সকল মাঠে উপস্থিত হয়ে টুর্নামেন্টের আপডেট ও লাইভ দেখানোর চেষ্টা করে খেলার মাঠে আপাতত কাজ করে যাচ্ছে। তিনি বলেন সকলের সাপোর্ট পাইলে পুরো টাংগাইলের খেলাধুলাকে বিশ্বে উন্মোচন করে দেখানোর ইচ্ছে আছে Physical Fitness Club ই একমাত্র পেইজ থেকে। নিশাদ আরো বলেন তার পেইজে পুলিশ সেনাবাহিনীর নৌবাহিনী বিমানবাহিনী সহ সকল চাকুরির পরীক্ষার ফিটনেস টেস্টের জন্য ফ্রি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। নিশাদ আরো বলেন আমি প্রথম পথচলা পেইজ ৩ বছর পর নষ্ট হয়ে যায় আবার আগের নামে নতুন পেইজের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তিনি অতি দুঃখের সাথে কান্না জড়িয়ে হয়ে কথা বলে তার আগের পেইজটা নষ্ট হয়ে গেছে। আবার নতুন করে পেইজে কাজ চলছে সকলেই আমার জন্য দোয়া করবেন আমি যেন আগের মত টাংগাইল জেলার সকল খেলাধুলা আবার সকলের মাঝে তুলে ধরতে পারি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।