মোঃ মিরাজুল শেখ,স্টাফ রিপোর্টারঃ
পথ শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক রক্তদানে আমরা বন্ধুরা সংগঠন বৃহস্পতিবার (১ ডিসেম্বর) গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে শিশুদের হাতে কম্বল তুলে দেন সংগঠনের সদস্যরা।
এসময় সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ ইমরান বিন সুলতান বলেন,রক্তদানে আমরা বন্ধুরা নিজেদের অর্থায়নে ৪০ জন পথ শিশুর জন্য কম্বলের ব্যবস্থা করেছি। পথশিশু বাবা না থাকায় তারা শীতবস্ত্র কিনতে পারে না। শীতের মধ্যেও পথ শিশুরা রেলস্টেশনে পাতলা ছেড়া কাপর গায়ে দিয়ে ঘুমায়। পথ শিশুদের শীত কষ্ট কিছুটা যাতে লাঘব করতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।
তিনি আরও বলেন, শীতে দরিদ্র-অসহায় মানুষের প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় কষ্ট করতে হয়। অনেকে আবার শীত জনিত কারণে নানা রোগে আক্রন্ত হয়। সমাজের এতিম ও অসহায় মানুষদের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। শুধু রাষ্ট্র ও সরকারের ওপরে দায় চাপিয়ে বসে না থেকে প্রত্যেক সমর্থবান মানুষকে অসহায় মানুষের কল্যাণো এগিয়ে আসতে হবে।
এসময় মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশ্য রক্তদানে আমরা বন্ধুরা সংগঠনের এ নেতা বলেন, মাদরাসা শিক্ষার্থীদের কোরআন-হাদিস শিক্ষা দেয়ার পাশাপাশি দেশে প্রেমের শিক্ষাও দিতে হবে। বাংলাদেশের অভ্যুদয় ও স্বাধীনতার সঠিক ইতিহাস মাদরাসার শিক্ষার্থীদের জানাতে হবে।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন,সংগঠনের সভাপতি আশিক মিয়া,সদস্য রাকিব হাসান,আখি আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরাও।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।