মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫টি খননযন্ত্র মালিককে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার এই অর্থদণ্ড দেন।
তিনি জানান, অভিযুক্ত ব্যক্তিরা সরকারি নির্দেশ অমান্য করে খননযন্ত্রের মাধ্যমে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। গত বুধবার রাতে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আউয়ালের নেতৃত্বে ও কোস্টগার্ডের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি৷ এ সময় অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ১৫টি খননযন্ত্র আটক করা হয়৷ গতকাল বৃহস্পতিবার বিকেলে আটক খননযন্ত্র মালিকদের জরিমানা করা হয়েছে৷