মহসিন পারভেজ, কুয়েতঃ আমার টাকা য় আমার সেতু স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে, আলোচনা সভা ও প্রার্থনার মধ্য দিয়ে আনন্দ উৎসব উদ্বযাপন করেছে কুয়েত আওয়ামীলীগ,
কুয়েত আওয়ামীলীগের সভাপতি হোসেন মোহাম্মদ আজিজের সভাপতিত্বে কুয়েত আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক মনছুর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে শুরুতেই বাঙালি জাতির আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার প্রতীক স্বপ্নের ‘পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষ্যে নির্মিত আবহ সংগীত পরিবেশনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ কুয়েত এর কান্ট্রি ম্যানেজার আবু বক্কর সিদ্দিক,বাংলাদেশি ক্রিকেট এসোসিয়েশন কুয়েত শাখার সভাপতি জাহাঙ্গীর খান পলাশ, বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মাইনুদ্দিন সুমন, তৌহিদ তালুকদার, আব্দুল মান্নান ও যুবলীগ কয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম শাহীন প্রমুখ।
বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসিকতার পরিচায়ক পদ্মা সেতু বাংলাদেশের সামগ্রিক অর্থনীতিতে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে। বক্তারা আরো বলেন এই সেতু নির্মাণ ভবিষ্যতে এ ধরনের মেগা প্রজেক্ট বাস্তবায়নে সাহস ও অনুপ্রেরণা জোগাবে।
প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানী প্লেস হোটেলে অনুষ্ঠানটি একটি আনন্দঘন পরিবেশে রূপ নেয়।সবশেষ দেশীয় খাবারের নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।