শিমুল হোসেন,নিজস্ব প্রতিবেদক।
কালিগঞ্জ উপজেলা সহ বিষ্ণুপুর ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গরিব অসহায় দুঃখী মানুষের বন্ধু বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও শেখ রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আবদুল্লাহ।
তিনি বলেন, সংযম ও সিয়াম সাধনার মাস মাহে রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র মাহে রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা সন্তুষ্টি চিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন। একমাত্র মহান আল্লাহর পাকের সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায়।
রিয়াজ উদ্দিন ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আব্দুল্লাহ তিনি আরো বলেন” রমজান হলো রহমত বরকত ও নাজাতের মাস।কেননা পাপী বান্দার গুনাগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্নতার ক্ষেত্রে আত্বশুদ্ধি তৈরী করে। রোজা পাপাচার থেকে বিরত রাখে ও তাকওয়া অর্জনে পূর্নাঙ্গ ভাবে জীবন গড়ার সহযোগিতা করে।
আরো বলেন,আমি মাহে রমজানে দেশবাসীর জন্য সুখ-শান্তি ও কল্যান কামনা করি।সেই সাথে সবাইকে মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিজ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।