শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়ন বাসিকে শুভেচ্ছা জানিয়েছেন-ইফতেখারুল ইসলাম সুমন

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৪২৭ বার পঠিত

তাপস কুমার ঘোষ,নিজস্ব প্রতিবেদকঃ 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিষ্ণুপুর ইউনিয়ন ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় শ্রমিক লীগ বিষ্ণুপুর ইউনিয়ন শাখার সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন-তিনি বলেন,ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমান ভাবে উপভোগ করতে পারে,সেজন্য মানবতার মুক্তির দিশারি হিসেবে ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য দিকে দিকে ছড়িয়ে পড়ৃক,ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যৈ পবিত্র ঈদুল ফিতরে আমার এ প্রত্যাশা।

বাণীতে জাতীয় শ্রমিক লীগের সভাপতি ইফতেখারুল ইসলাম সুমন আরও বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে আসে পবিত্র ঈদুল ফিতর।এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, গ্রামগঞ্জে, সারা বাংলায়, সারা বিশ্বে।

এদিন সকল শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দ কে ভাগাভাগি করে নেন। ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি আর ঐক্যের বন্ধন।ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক,গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি।

ইসলামকে শান্তি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এখানে হিংসা-বিদ্বেষ,হানাহানি,কূপমণ্ডূকতার কোনো স্থান নেই।মানবিক মূল্যবোধ,পারস্পারিক সহাবস্থান ,পরমত সহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে।ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

ইফতেখারুল ইসলাম সুমন বলেন,ভয়াবহ করোনা মহামারীর মধ্যেই বিগত দুটি ঈদুল ফিতর উদযাপন করতে হয়েছিল।করোনা ভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত হয়ে পড়েছিল মানুষের জীবন ও জীবিকা।বর্তমানে দেশে করোনা সংক্রমণের হার অনেক কমে এসেছে।জীবনযাত্রাও স্বাভাবিক হয়ে এসেছে। তবে ভবিষ্যৎ সংক্রমণ বৃদ্ধি রোধ করতে আমাদের সতর্ক থাকতে হবে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।