আব্দুল্লাহ আল মামুন (সৌদিআরব ) ক্রাইম রিপোর্টারঃ
সৌদিআরবের পবিত্র মদিনার মসজিদে নববীতে ভিক্ষাবৃত্তি করার অপরাধে একজন প্রবাসী বাংলাদেশিসহ ৩জনকে গ্রেপ্তার করেছে সৌদির আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষা বাহিনী ।
জানা যায়,আল-মদিনা আল-মুনাওয়ারাহ অঞ্চলের নিরাপত্তা কর্তৃপক্ষ মসজিদে নববীর কাছে পথচারী এবং ওমরাহ্ পালনকারীদের নিকট হতে ভিক্ষা করা অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের জাতীয়তার ৩ জন নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে।
মসজিদে নববীর কেন্দ্রীয় এলাকায় পথচারীদের কাছে হতে ভিক্ষা করার সময় পাকিস্তানি নাগরিকের একজনকে গ্রেপ্তার করা হয়।
অপর এক পাকিস্তানি নাগরিকত্বের একজন নাগরিককেও মসজিদে নববীর আঙিনায় আগত মুসল্লিদের নিকট হতে ভিক্ষা করার সময় আটক করা হয়, সেইসাথে বাংলাদেশী এক নাগরিকেও সরাসরি ভিক্ষা করার অপরাধে গ্রেপ্তার করা হয়।