আব্দুল্লাহ আল মামুন, নিজস্ব প্রতিনিনিঃ
জীবন যুদ্ধে হাল না ছাড়া এক সাহসী নারীর নাম সোনিয়া খানম, নিজেদের সকল অর্থ সম্পদ বিক্রি করেও যখন কাজ হয়নি তখন উপায়ন্তর না পেয়ে নিজসহ পরিবারকে বাঁচাতে সহযোগিতার হাত পেতেছেন দেশ বিদেশের হৃদয়বান মানবতার সেবক প্রবাসী ভাইদের নিকট I
স্বামী সন্তান নিয়ে ভালোই দিন যাচ্ছিল সোনিয়া খানমের এ/৭৩ ব্যাংক কোলোনি সাভারে, স্বামী মোহাম্মাদ হাবিবুর হুদা খান (আপেল ) খাজা আহছানিয়া জামে মসজিদের মোতোয়াল্লি হিসেবে কাজ করতেন |
কান্না জড়িত কন্ঠে সোনিয়া খানম জানান, আমার স্বামী দীর্ঘ এক বছর যাবত ডায়েবেটিস আক্রান্ত হয়ে দুই পায়ে ইনফেকশন হয়ে যায়।আমাদের কাছে যতটুকু অর্থসম্পদ ছিলো তাই দিয়ে চিকিৎসা শুরু করি। কিন্তু তার দু পায়ের এমন অবস্থা হয়ে গিয়েছিল যে তাকে সবাই বললো পা রাখা যাবে না,তারপর অনেকেই বললো উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া নিতে। তখন হাতে কোনো টাকা না থাকায় ফেসবুকের মাধ্যমে টাকা উঠানোর ব্যবস্থা করি।আল্লাহ রহমতে এক লক্ষ টাকা সংগ্রহ করে তা দিয়ে ইন্ডিয়া পাঠাই।কিন্তু সেখানে এই টাকায় কোনো চিকিৎসা করানোর সম্ভব হয়নি |
ইন্ডিয়ার ডাক্তাররা বলছে যে তার চিকিৎসা ব্যয় প্রায় পনেরো লক্ষের মত টাকা লাগবে। তারপর ইন্ডিয়া থেকে তাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসি,তখন আবার না পেরে ঢাকা বারডেম হসপিটালে নিয়ে যাই।আল্লাহ্ পাকের সাহায্যে ভালো ডাক্তারের সাথে যোগাযোগের ব্যবস্থা হয় এবং সে বলে ইনফেকশন কমানোর জন্য দামি দামি এন্টিবায়োটিক ইনজেকশন প্রয়োজন এবং তার কথা মত কাজ করি। ইনফেকশন কিছু কমার পর অপারেশন করেন। যখন ইনফেকশন কমেছে তখন তার পা বাঁকা হয়ে যায়। ডাক্তার বলেছেন এখন প্লাস্টিক সার্জারি করতে হবে তাহলে আবার সে দাঁড়াতে পারবে।তাই আবার সবার সহোযোগিতা চাচ্ছি ।আমি সাভার ব্যাংক কোলোনিতে থাকি।আমার দুইটা ছোটছোট বাচ্চা রয়েছে ,তাই সবার কাছে সাহায্যে চাই।আপনাদের সাহায্যে হয় তো বা আমার স্বামী আবার সুস্থ হয়ে উঠবে।
আমার বর্তমান অবস্থা খুবই করুন আপনারা স্বচক্ষে দেখতে আসতে পারেন আমার বাড়িতে, আমাদের সাথে যোগাযোগ করতে এবং সহযোগিতা পাঠাতে এই ফোন নাম্বারে কথা বলতে পারেন, ০১৭৩৫০২৮০০৩
বিকাশ রুগীর --০১৬৭৫৬৭৪৬১৯
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।