ওমর ফারুক রনি গাইবান্ধা প্রতিনিধিঃ
পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা আত্নসাতের প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন এক ভুক্তভোগি নারী। অভিযোগে জানাজায়, মহদীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চন্ডিপুর মধ্যপাড়া গ্রামের লাভলু মিয়ার স্ত্রী আছমা খাতুন জাতীয় পরিচয় পত্র নাম্বার-৩২৮৬৮১৯৯৭০। বিগত সময়ে সরকারি অনুদান হিসেবে মাতৃত্বকালীন ভাতার জন্য আবেদন করেন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি যাচাই-বাছাই পূর্বক মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ভাতাভোগী রিপোর্ট লিষ্ট অনুযায়ী ২৩ নং সিরিয়ালে অন্তভুক্ত হয়। কিন্তু বিকাশ একাউন্টে আছমা খাতুনের মোবাইল নাম্বারের পরিবর্তে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ কৌশলে তার নিজ মোবাইল নাম্বার-০১৭০১-৬৭৭৩০৩ সংযুক্ত করিয়া দেয়। এতে করে ওই সুবিধাভোগি আছমা খাতুন মাতৃত্বকালিন ভাতার সুবিধা থেকে বঞ্চিত হয়। পরবর্তীতে উক্ত ইউপি সদস্যের নিকট ভাতার বিষয়ে জানতে চাইলে তিনি বিভিন্ন প্রকার হুমকি প্রদান করেন এবং এই বিষয়ে কাহাকেও জানালে হাত-পা ভেঙ্গে দেওয়ার ভয়-ভীতি প্রদর্শন করেন। এব্যাপারে অসহায় আছমা খাতুন প্রতিকার চেয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এক খানা লিখিত অভিযোগ দাখিল করেছেন। এব্যাপারে ইউপি সদস্য আবুল কালাম আজাদ বলেন,আছমা খাতুন তার মোবাইল নম্বর না দেয়ায় আমার মোবাইল নন্বর ব্যবহার করা হয়েছে,তবে তার টাকা পরিশোধ করা হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।