উত্তম চক্রবর্তী,মণিরামপুর থেকেঃ
যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের পলাশী কলেজের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের সভাপতি ও আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ আবুল হোসেন। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রোহিতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সুযোগ্য সভাপতি প্রভাষক মোঃ আলাউদ্দিন হোসেন লিটন। এসময় আরো উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ সন্তোষ কুমার মন্ডল, কলেজের সিনিয়র প্রভাষক কামরুজ্জামান, জিএম আসাদুজ্জামান, মোঃ আমিনুর রহমান, সাধারণ শিক্ষক সদস্য দিপক কুমার সরকার, অভিভাবক সদস্য মোঃ মহসীন আলী সহ এলাকার সুধীজন।