স্বার্থ আর প্রয়োজন ছাড়া মানুষ যেখানে অন্য আরেকজন মানুষকে ভালোবেসে না, সেখানে মানুষ হয়ে পশুর প্রতি ভালোবাসা প্রদর্শন অনেকটাই বিরল। তবে ভালো মানুষ আছে বলেই পৃথিবী এখনো টিকে আছে মর্মে পৃথিবী থেকে বিদায় নেওয়া অনেক মনিষী বচন দিয়ে গেছেন। পশু প্রতি কিছু মানুষের স্বার্থহীন ভালোবাসা তারই জ্বলন্ত উদাহরণ। সচারাচর পশু প্রানীর প্রতি মানুষের দৃশ্যমান ভালোবাসা লক্ষ করা না গেলেও মানবকুলে এখনো কিছু মানুষ আছেন যারা একই সৃষ্টিকর্তার সৃষ্টি মনে করে মানুষ হয়েও পশু প্রানীকে ভালোবাসেন। গতকাল সোমবার সকালে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া এলাকার সিরাজদিখান-নিমতলা সড়কের পাশে বেওয়ারিশ বেশ কয়েকটি কুকুর ছানাকে ভালোবেসে দুধ খাওয়ানোর মমতা ভরা দৃশ্য চোখে পরে। জানা যায়, ওই এলাকার আব্দুল কুদ্দুস ও মোঃ সোহেল নামে দুই ব্যক্তি কুকুর ছানা গুলোর বিগত ছয়দিন যাবৎ দেখভালসহ নিজেদের টাকায় দূধ কিনে খাওয়াচ্ছেন। ওই দুই ব্যক্তির নিকট জিজ্ঞাসাবাদে জানা যায়, কে বা কারা ছয়দিন পূর্বে ৫ টি দুধের কুকুর ছানা রাস্তার পাশে ফেলে রেখে যায়। কান্নারত কুকুর ছানার শব্দ শুনতে পেয়ে তারা ছানাগুলোকে দূধ খাওয়ানোসহ তাদের দেখভাল করে আসছেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।