মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বকশীগঞ্জে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:): জশনে জুলুস অনুষ্ঠিত । মুন্সীগঞ্জে মিরকাদিম ছাত্রদল নেতা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করলেন – জসীমউদ্দিন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্য বরণ ও সেরা সদস্যদের মাঝে সম্মননা ক্রেস্ট বিতরণ ২০২৪ইং বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কালিগঞ্জে বর্তমান চেয়াম্যানের বাড়ি জ্বালানোয় মামলা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান  বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিয়ের প্রলোভন দেখিয়ে দ্বশম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ কবিতা “মিষ্টি মুখ” কলমে অনিতা দাস চারঘাটে বেড়েছে ঘন ঘন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

পহেলা বৈশাখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, আইজিপি

মোঃ আরিফুজ্জামান সাগর,নিজস্ব প্রতিনিধিঃ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার পঠিত

মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিনিধিঃ

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, পহেলা বৈশাখ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি, মানুষ মঙ্গল শোভাযাত্রাসহ পহেলা বৈশাখের সকল অনুষ্ঠানে অতীতে যেভাবে অংশগ্রহণ করেছেন সেভাবে অংশগ্রহণ করতে পারবেন।

আইজিপি আজ (১৩ এপ্রিল ২০২৩) সকালে রংপুর জেলা পুলিশ লাইন্সে পুলিশ অফিসার্স মেস, পুলিশ লাইনস মাল্টিপারপাস শেড উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, নির্বাচনের সময় পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব পালন করে থাকে। নির্বাচন কমিশন যে দায়িত্ব দিবে সে দায়িত্ব পালনের জন্য আমরা প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে নির্বাচনী দায়িত্ব পালন করে আসছে। এ ধরনের দায়িত্ব পালনের জন্য আমাদের প্রশিক্ষণ, ইকুইপমেন্ট, লজিস্টিকস এবং জনবল রয়েছে। তিনি বলেন, নির্বাচনী দায়িত্বসহ আইনশৃঙ্খলার যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে।

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। সেই নীতির আলোকে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। তিনি বলেন, আপনারা দেখেছেন, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল একসময় সন্ত্রাসের জনপদে পরিণত হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ সারা দেশের আইন-শৃঙ্খলার প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিরা যখনই মাথাচাড়া দিয়ে উঠার চেষ্টা করেছে আমরা তখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

পুলিশ প্রধান বলেন, মাদকের বিরুদ্ধে আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি। বাংলাদেশ পুলিশের সকল ইউনিট মাদকের বিরুদ্ধে একসাথে কাজ করছে। তিনি বলেন, মাদক একটি সার্বজনীন সমস্যা। তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

আইজিপি বলেন, রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও নাশকতার কোন তথ্য পাওয়া যায়নি। তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

এসময় রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার নুরে আলম মিনা, রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী এবং রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরে আইজিপি রংপুর জেলা পুলিশ লাইন্সে রংপুরে কর্মরত সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।