এস এ আখঞ্জী,তাহিরপুরঃ-
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের ফসল রক্ষা বাঁধ (পাঁচ নাইল্লা)’র কাজ পরিদর্শন করেন – বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক মোঃ আমিনুল ইসলাম ভূইয়া।
আজ শনিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময় তাহিরপুর উপজেলা দক্ষিণ বড়দল ইউনিয়নের বড় দল গ্রামের ( পাচঁ নাইল্লা)’র ফসল রক্ষা বাধঁের কাজ পরিদর্শন করেন তিনি।
৬০’,৬১’,৬২ নং পিআইসি’র প্রকল্পের বরাদ্দ রয়েছে (প্রায় ৬৮ লক্ষ) টাকা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের প্রধান প্রকৌশলী শহীদুল ইসলাম. পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী. পানি উন্নয়ন বোর্ডের সুনাম গনজ জেলার প্রধান প্রকৌশলী মামুন হাওলাদার. উপজেলার নির্বাহী কর্মকর্তা সুপ্রভা চাকমা. উপজেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী শওকত উজ্জামান. দঃ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম ইউনুছ আলীসহ. ও পি আই সির সভাপতি ও সদস্য সচিব গন প্রমুখ।
অতিরিক্ত মহা পরিচালক ভূইয়া কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন।