মাসুমা জাহান,বরিশাল ব্যুরো:
বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদীর টোলপ্লজা এলাকায় মহাসড়কের পাশে ফুটফুটে পুত্র সন্তান জন্ম দিয়েছেন মানসিক ভারসাম্যহীন (পাগলী) এক নারী (৩০)। প্রসবের পর একাধিক ব্যক্তির মধ্যে নবজাতক নিয়ে সম্প্রতি কাড়াকাড়ি শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৭ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে|মহাসড়কের পাশে ওই পাগলী পুত্র সন্তানটি প্রসব করেন।তাৎক্ষণিক ভাবে খবর পেয়ে রাতেই উজিরপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর আঁখি শেখ (৩৫) সন্তান জন্ম দেওয়া পাগলী মা ও নবজাতককে উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করেন।
উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানিয়েছেন,নারী ও নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন।পাগলীর পুত্র সন্তান জন্ম দেওয়ার খবরে উৎসুক জনতা হাসপাতালে ভীড় করেন। একাধিক ব্যক্তি পাগলীর জন্ম দেওয়া সন্তানটি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন।তবে সন্তাটির বাবা কে তার পরিচয় মেলেনি এখনো।
স্থানীয়রা জানিয়েছেন,মানসিক ভারসাম্যহীন ওই নারী দীর্ঘদিন ধরে উজিরপুর উপজেলার ইচলাদী ও তার আশপাশ এলাকায় রাত্রিযাপন করতেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানিয়েছেন,সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতক ও তার মানসিক ভারসম্যহীন (পাগলী ) মা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আচ্ছা আমরা কোন সমাজে বাস করছি|এটা কি আদৌ মনুষ্য সমাজ নাকি নরখাদকের আড্ডা খানা|এই সব মানুষরুপী নরখাদকদের কি বিবেকের তাড়না হয়না এরা কি দিনশেষে অনুতপ্ত হয়না|এদের মধ্যে সামান্য মানবিকতা কাজ করেনা করলে নিশ্চই একজন মানসিক বিকারগ্রস্থ নারীর সঙ্গে এহেন জঘন্য কাজ করতে পারতো না| প্রায় প্রতিদিন দেশের কোথাও না কোথাও নারী শিশু ধর্ষণের স্বীকার হচ্ছে এর শেষ কোথায় কবে এর থেকে মুক্তি মিলবে|দেশের আইনি ব্যবস্থা এবং নারী ও শিশুদের প্রতি এই সহিংসতা বন্ধ করতে জরুরি ভাবে জোরালো আইন প্রণয়ন করা অতি জরুরি হয়ে পড়েছে|ধর্ষণের শাস্তি একটাই হওয়া উচিত মৃত্যুদণ্ড|