পাথরঘাটা কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির (কালীবাড়ি), পাইকপাড়া মন্দির ও পাথরঘাটা কলেজ এবং চরদুয়ানী মাধ্যমিক বিদ্যালয় সহ উপজেলার নানা মন্দির, স্কুল ও কলেজে বিদ্যার দেবী সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ব্যাপক ভীর পরিলক্ষিত হয়।
এই আয়োজনের সঙ্গে বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা এবং হাতেখড়ির উৎসবটিও ছিল চোখে পরার মত।
পঞ্চমী তিথিতে কেন্দ্রীয় মন্দির ও নানা স্কুল-কলেজের স্থায়ী-অস্থায়ী পুজোমন্ডপে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী চরণে ফুল এবং পুষ্পার্ঘ্য দেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার ( ২৬ শে জানুয়ারি) সকাল থেকে পুজোমন্ডপে ফুল-বেলপাতা সহ সকল অর্ঘ্য নিয়ে মন্দির/শিক্ষাপ্রতিষ্ঠানের বিদ্যার্থীরা ব্যস্ত সময় কাটান। আয়োজন করা হয় সরস্বতী পূজা উপলক্ষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক সন্ধ্যার। জ্ঞানের আলো জালিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানিয়েছে সকল পূন্যার্থীরা।
পৌরশহরের পাইকপাড়া মন্দিরের পক্ষথেকে কলেজ শিক্ষক বাবু দুলাল চন্দ্র সকল শিক্ষার্থীদের শুভাশিস জানান।
পাথরঘাটা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির (কালিবাড়ি) এর পুরোহিত ঠাকুর বাবু চিত্তরঞ্জন চক্রবর্তী বলেন,বিদ্যাদেবী সকল কুসংস্কার এবং অন্ধকার দূরিভুত করে আমাদের সন্তানদের আলোর পথ দেখাবেন। আমরা প্রতিবছর তাঁর কাছে এমন প্রত্যাশাই করে থাকি#
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।