পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি:
২৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে পাথরঘাটার সিএন্ডবি এলাকায় বাস-মোটরবাইক সংঘর্ষে কালাম মিয়া(৪০) নামক ১ মাছ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
ওসি পাথরঘাটার মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি তবে মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সালাম আজাদী জানান,মৃত কালাম মিয়া একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি মঠবাড়িয়ার বুখইতলা-বান্ধপপাড়া এলাকায়। তার বাবার নাম মৃত মোহাম্মদ আলী।
খোজ নিয়ে জানাগেছে, বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে পাথরঘাটার চরদুয়ানী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল ওই বিআরটিসি বাসটি। এসময় প্রচন্ড ঘন কুয়াসার কবলে পরে বাসটি। পাথরঘাটা-মঠবাড়িয়ার সীমান্ত এলাকা সিএন্ডবি ক্রস করার সময় সকাল সাড়ে ৭টার দিকে বিপরিত দিক থেকে আসা একটি মাছ পরিবহনের মোটর বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থালেই বাইক চালকের মৃত্যু ঘটে বলে জানান প্রতক্ষদর্শীরা।
এঘটনায় তৈয়ব আলী(২৮) নামক আরও একজন মারাত্মক আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে জানাগেছে।
এদিকে দুর্ঘটনার আশেপাশের লোকজন অভিযোগ করেছেন দূর্ঘটনার সময় ওই বাসটিতে সামনের হেডলাইট ছিল না।