শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ

পাবলিক স্কুল এন্ড কলেজে দু’দিনব্যাপী পিঠা উৎসব

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ বার পঠিত

 

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ

সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে দু’দিনব্যাপী পিঠা উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি পাবলিক স্কুল ক্যাম্পাসে সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একেএম গোলাম আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের পরিচালক মো. কামাল উদ্দিন, পরিচালক আলাউদ্দীন ফারুকী প্রিন্স, পরিচালক বাহাউদ্দীন ফারুকী, জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক কমল বিশ্বাস।

এসময় আরো উপস্থিত ছিলেন স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন, প্রভাষক শরিফুল ইসলামসহ স্কুল ম্যানেজিং কমিটির কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থীরা। ভাপা পুলি, পাটি সাপটা, পাতা, নকশিসহ ৪০টি বাহারি নামের পিঠার স্টল দেওয়া হয় মেলায়। আর এ মেলায় অংশগ্রহণ করেন সব বয়সের মানুষরা। ফলে মেলা প্রাঙ্গনে তৈরি হয় উৎসবের আমেজ। এছাড়া ছিলো সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
মেলার আয়োজকরা জানান, পিঠা উৎসবে শিশুসহ সবাইকে হরেক রকম পিঠার সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই মেলার আয়োজন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক সাইদুর রহমান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।