আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীতে পিতার জন্য খোঁড়া কবরে শুয়ে দাফনে বাধা দিয়েছে ছেলে। পরে পুলিশের হস্তক্ষেপে পৃথক স্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। শুক্রবার (২৯ মার্চ) নীলফামারী সদরের চাপড়া যাদুরহাট বাটুলটারি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে আজ ভোরে মারা যান ওই গ্রামের মজিবুর রহমান (৬২)। সংসারে তাঁর দুই স্ত্রী রয়েছেন। মৃত্যুর আগে দ্বিতীয় স্ত্রীকে দুই শতাংশ এবং ওই স্ত্রীর ছোট ছেলেকে পাঁচ শতাংশ জমি লিখে দেন তিনি।
অন্যদিকে প্রথম স্ত্রীর তিন ছেলের মধ্যে ওয়াজেদ আলী, খয়রাত আলী ও নওশাদ আলীকে মৌখিক ভাবে তিন শতাংশ জমি প্রদান করেন পিতা মজিবুর রহমান। কিন্তু জমি রেজিস্ট্রি করে দেওয়ার আগেই পিতার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিন ছেলেকে মৌখিকভাবে দেওয়া জমি রেজিস্ট্রি করে না দেওয়ায় লাশ আটকে পিতার জন্য খোঁড়া কবরে শুয়ে পড়েন ছেলে নওশাদ আলী।
স্বজনেরা অনেক চেষ্টা করে ও তাঁকে নিবৃত্ত করতে না পেরে পুলিশে খবর দেন। পরে পুলিশের হস্তক্ষেপে মজিবুর রহমানের লাশ অন্যত্র দাফন করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।