বাগেরহাট প্রতিনিধি:
অতিরিক্ত লবনাক্ততার কারনে বাগেরহাট জেলার মোংলা, রামপাল উপজেলার কিশোরী
মেয়েরা পিরিয়ডের সময় জন্ম বিরতিকরন পিল খেয়ে পিরিয়ব বন্ধ রাখে। আর এই সব
মেয়েরা বেশীর ভাগই অবিবাহিত। যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে নারীও কিশোরীদের
ধারনা কম।
বাগেরহাটে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে
বাগেরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীদের সাথে
সংলাপ ও ইয়ুথ চ্যাম্পিয়ন পুরস্কার-২০২২ প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
বক্তারা এসব কথা বলেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকালে বাগেরহাট শহরের
ধানসিঁড়ি হোটেলের হলরুমে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা
কর্মসূচির আওতায় রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত
সংলাপে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেস ক্লাবের সাবেক
সভাপতি বাবুল সরদার, ভয়েস অব সাউথ এর নির্বাহী পরিচালক মো: শদিুল ইসলাম,
ব্রাকের জেলা প্রতিনিধি ইুদ্রিস আলম, ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনী
সুরক্ষা প্রবল্পের ডেপুটি ম্যানেজার হারুনুর রশিদ, ব্রাকের রাইট হেয়ার রাইট নাউ
প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান, ইয়ুথ মবিলাইজার রহিমা
খাতুন, এছাড়া সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের
দলনেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আরও বলেন বর্তমান সময়ে যুব ও যুব
মহিলাদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে অধিকতর সচেতন হতে হবে এবং
অবিভাবকদের সেইক্ষেত্রে আরও বেশী সচেতন হতে হবে। পরিবার থেকে এ বিষয়ে
আগে কাজ শুরু করতে হবে। এছাড়া প্রত্যক স্কুলে গিয়ে কৈশরকালীন সময়ে
স্বাস্থ্যর গুরুত্ব বিষয়ে যুব সমাজকে সচেতন করতে হবে। যৌন প্রজনন স্বাস্থ্য
বিষয়ে আরও সরাসরি কথা বলতে হবে এবং এ বিষয়ে সবাই একযোগে কাজ করবে
বলে সংলাপে সবাই প্রতিশ্রুতি দেয়।
অনুষ্ঠান শেষে ৫ জন ইয়ুখ লিডারকে ইয়ুথ চ্যাম্পিয়ন ঘোষনা করা হয় এবং ক্রেষ্ট
প্রদান করা হয়।