মোহাম্মদ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের হাটহাজারীতে পুকুর ভরাটের অভিযোগে ৫০ হাজার হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার সকাল ১১টায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস বলেন, ‘হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে একটি পুকুর অবৈধভাবে ভরাট করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিনে প্রমাণ মিলেছে। এর সঙ্গে জড়িত ওই এলাকার ইউনুস মিয়ার ছেলে মঞ্জু মিয়াকে পরিবেশ সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’ এ সময় পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।