আলী আজীম,মোংলা (বাগেরহাট):
মোংলায় মারধরে নিহত ভ্যান চালক মো: আল আমিন (৩৫) হত্যা মামলায় এক আসামিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরে গোপালগঞ্জের সীমানা মোল্লারহাট থানায় এলাকা থেকে মোঃ হেলাল ভূইয়া (২৪) নামে ওই আসামিকে আটক করা হয়। তিনি স্থানীয় পৌর রাজ্জাক সড়কের মোঃ শহিদুল ভূইয়ার ছেলে। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দিন এ তথ্য জানান।
মোংলা থানার ওসি (তদন্ত) বিধান কুমার বিশ্বাস জানান, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: মুশফিকুর রহমান তুষার ও মোংলা থানা পুলিশ অভিযান চালিয়ে হেলাল ভূইয়াকে আটক করে।
উল্লেখ্য, গতকাল বুধবার (২৬ অক্টোবর) দুপুরে মামারঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ রোডে যাত্রী নিয়ে যাওয়ার সময় আল আমিনের ভ্যানে হেলাল ভূইয়ার শরীরে ধাক্কা লাগা নিয়ে তর্কা তর্কি হয়। একপর্যায়ে আল আমিন কে ভ্যান থেকে নামিয়ে বেপরোয়াভাবে কিল ঘুষি মারতে থাকে হেলাল ভূইয়া। পরে সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটে পড়লে হত্যাকারী হেলাল ভূইয়া নিজেই ভ্যান চালক আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়ে পালিয়ে যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রকাশ কুমার দাশ বলেন, ভ্যান চালক আল আমিনকে মৃত নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলেই মারা যায়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।