সুদর্শন চক্রবর্তী, নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে স্বামী কাজী জাফর উল্লার পেছনের ভুল শুধরে নৌকায় ভোট চাইলেন এই আসনের সাবেক এমপি স্থপতি কাজী নিলুফার জাফর উল্লাহ।
ফরিদপুরের ভাঙ্গা পৌর সদরের ৩নং ওয়ার্ড চন্ডীদাসদী গ্রামে বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাদের এই দশ বছরে অনেক ভুল ছিল, আমরা সবাই ভুল করেছি, আমরা তো কেউ ভুলের ঊর্ধ্বে নই। আমাদের কোনো ভুল থাকলে তা শুধরিয়ে দিয়ে সকলে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে কাজী জাফর উল্লাহ ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ফরিদপুর-৪ আসনকে অনেক উপরে উঠাব। আমরা আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।
তিনি আরও বলেন, আমাদের ফরিদপুর-৪ আসনের উপর দিয়ে এক্সপ্রেসওয়ে, রেললাইন গিয়েছে অথচ ভাঙ্গায় অনুন্নত রয়ে গেছে। আমরা এই ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনকে ঢাকার মতো গড়ে তুলতে চাই। এই উন্নয়ন কে করবে? নৌকায় ভোট দিলে কাজী জাফর উল্লাহ উন্নয়ন আনবে। এখানে যে সকল রাস্তা রয়েছে সবই আমার আমলে করা। আপনারা মা-বোনরা ৭ জানুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন এই দাবি জানাচ্ছি।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লালন মাতুব্বরের সভাপতিত্বে এবং ভাংগা উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী, সরকারি কে এম কলেজের সাবেক ভিপি শওকত হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিঠুন চক্রবর্তী প্রমুখ।