প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ১৭/০৯/২০২২ ইং তারিখ দৈনিক ভোরের চেতনা, দৈনিক ভোরের সময়, দৈনিক জনসংকেত,পত্রিকাসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় ডিবি পুলিশ পরিচয়ে চঁাদাবাজিসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত খবরটি আমার দৃষ্টি গোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, ভূয়া, বানোয়াট ও ভিত্তিহীন বলে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। নৌকা ভ্রমণ শেষে ডিবি পুলিশ সেজে চরাঞ্চলের বিভিন্ন দোকানের ট্রেড লাইসেন্স যাচাই বাছাইয়ের নামে চাঁদাবাজি করে জনতার তোপের মূখে টাকা ফেরত দিয়ে ক্ষমা চেয়ে রক্ষা পাওয়ার ঘটনাটি আদৌ সত্য নহে।
প্রকৃত ঘটনা হলো গত ১৫ সেপ্টেম্বর আমরা কয়েকজন সাংবাদিক নৌভ্রমনে বের হই। ফেরার পথে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের কাশিম বাজারে একটু বিরতির জন্য নেমে চা-চক্র করি। সেখান থেকে নৌকায় ফিরে আসার পর একটি কুচক্রি মহলের ইন্ধনে সমাজে আমাদের মান সম্মান নষ্ট করার জন্য ওই এলাকার কিছু লোক রাতের আধারে নৌকা আটকিয়ে আমাদের কাছে চাঁদা দাবি করে এবং আমাদের কাছ থেকে ৮ হাজার টাকা নিয়ে যায়। আমরা সাংবাদিক এ পরিচয় জানার পর তারা নিজেকে বাঁচাতে কুচক্রি মহলের পরামর্শে আমাদের বিরুদ্ধে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য সরবরাহ করে। যাহা পুরোপুরি মিথ্যা। আমি ওই সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ ফরহাদুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক দৈনিক ঢাকা
০৩-১০-২০২২ ইং।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।