বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

প্রচার-প্রচারণায় ভোটারদের মন জয় করছেন চেয়ারম্যান প্রার্থী; এবিএম মোস্তাকিম

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৩৩২ বার পঠিত

মুজাহিদ সাতক্ষীরা:

সাতক্ষীরার আশাশুনিতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম মোস্তাকিম। হাট-বাজারে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সাথে।

এবার উপজেলা পরিষদ নির্বাচনে চার ধাপে ভোট করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। যার প্রথমটি হবে আগামী ৪ মে। এরপর ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় ও ২৫ মে চতুর্থ ধাপে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে। এরই ধারাবাহিকতায় আশাশুনি উপজেলার সব ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে উপজেলার বিভিন্ন হাট-বাজার’সহ নিজ এলাকায় গণসংযোগ ও পথসভা করছেন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবিএম মোস্তাকিম।চেয়ারম্যানদের মধ্যে দিনরাত উপজেলার আনাচে-কানাচে প্রচার-প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয় করছেন এবিএম মোস্তাকিম। তিনি আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন।

তিনি প্রতিদিন নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে এবং উপজেলাবাসীকে মাদকমুক্ত করতে তার নির্বাচনী এলাকায় দোয়া চান।তিনি নারীদের অর্থনৈতিক উন্নয়ন’সহ নানামুখী উন্নয়নের প্রতিশ্রুতি দেন ভোটারদের মাঝে।আশাশুনি উপজেলায় চেয়ারম্যান পদে ৪-৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন বলে শোনা যাচ্ছে।তার মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন এবিএম মোস্তাকিম।

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী এবিএম মোস্তাকিম এর সঙ্গে কথা হলে তিনি বলেন, জনগণের মূল্যবান ভোটে আমি টানা ৩ বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে উপজলার সার্বিক উনয়নে নিরলসভাব কাজ করার পাশাপাশি জনগণের সুবিধা অসুবিধায় পাশে দাঁড়িয়েছি। ২০১৩ ও ২০১৪ সালে যখন গাছ কাটা, রাস্তাঘাট বন্ধ করাসহ অগ্নি সন্ত্রাসে মানুষের জীবন হুমকীর মুখে পড়েছিল। আমি আমার জীবনকে বাজী রেখে দলীয় নেতাকর্মীদর সাথে নিয়ে শক্ত হাতে দমন করি।

উপজেলাবাসী চাইলে এই নির্বাচনে আমি জয়লাভ করবো ইনশা আল্লাহ। নির্বাচিত হলে উপজেলাবাসীর জন্য প্রথম কোন কাজটি করবেন এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের পদক্ষেপ অনুযায়ী উপজেলা থেকে মাদকের বিরুদ্ধে লড়াই শুরু করব। সম্মেলিত উদ্যোগে মরন নেশা মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।তিনি সকল শ্রেনী পেশার মানুষের সহযোগীতা চান এবং তাদের মাধ্যমে উপজেলাবাসীর কাছে দোয়া ও ভোট কামনা করেন।

এ ব্যাপারে তিনি জানিয়েছেন অনেক আগে থেকেই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রার্থী হওয়ার আশায় মাঠ আগে ভাগেই সাজিয়েছেন। এখন প্রতীক পেলে জনগণের দোয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করবেন বলে আশা করছেন এই উদীয়মান নেতা।

এবিএম মোস্তাকিম আরো বলেন, ‘আমি সাধারণ মানুষের প্রার্থী হয়েছি। সাধারণ মানুষ আমার পক্ষে কাজ করছে। উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে আশা করি আমরা জয়ী হব। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট স্কুল, কলেজ, মাদরাসা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নসহ সর্বস্তরে মানুষের উন্নয়নের জন্য কাজ করব। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।