মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন ও প্রতারণা মূলক লটারির টিকিট বিক্রয়ের দায়ে সি এন জি চালিত তিনটি
অটোরিকশাসহ তিন বিক্রেতাকে আটক করেছে উপজেলার প্রশাসক। রোববার (২৫ডিসেম্বর)
বিকেল ৫ টায় দিকে উপজেলা বিভিন্ন স্থানে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটককৃত ব্যক্তিদ্বয়
উপজেলার মেখল ইউনিয়নের আবুল কাশেম,
জুয়েল ও রাশেদ। এসময় লটারির টিকিট বিক্রয় কারীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০
হাজার টাকা জরিমানা করা হয়।তবে আটককৃত সিএনজি চালিত অটোরিকশা গুলো প্রশাসনের হেফাজতে রয়েছে। এ বিষয়ে ইউএনও বলেন
হাটহাজারী বিভিন্নস্থানে অনুমোদনহীন লটারি
টিকিট বিক্রয়ের মাধ্যমে প্রতারণার অভিযোগে
সিএনজি চালিত তিনটি অটোরিকশা আটক করা হয়।
এ সময় টিকিট বিক্রয় কারীদের আটক করে তাদের
প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার জরিমানা করা হয়। সিএনজি ৩টি আটক রাখা হয়েছে।
সংশ্লিষ্ঠ মালিক দের নিকট ক্ষেত্রে মতো দন্ড মূচলেকার
বিনিময়গাড়ি গুলো হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন যেকোন প্রকার প্রতারণামূলক লটারির
বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক করা হচ্ছে। এবিষয়ে
ভবিষ্যতে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।