বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে সম্মিলিত সাংস্কৃতিক জোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন অসহায় মানুষের জন্য কাজ করতে চাই,দূর্নীতি মুক্ত সমাজ চাই:এ্যাডঃ এ,বি,এম,সেলিম সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন  মধ্যনগরে চামরদানী ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা থেকে বঞ্চিত ভুক্তভোগীরা বোয়ালখালীতে গরু চুরি প্রতিরোধে খামারিদের সভা  ব্যাটারিচালিত রিকশা নিবন্ধনে বছরে রাজস্ব আসবে ৫ হাজার কোটি টাকা-যাত্রী কল্যান সমিতি  বাঘায় আনিসুর রহমানের খুনি গেপ্তার তাহিরপুরে ক্রিকেট খেলা উদ্বোধন করলেন ইউনিয়ন চেয়ারম্যান জুনাব আলী সাতক্ষীরায় শিশুসহ দু’জনের অস্বাভাবিক মৃত্যু  রংপুরে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল 

প্রতারণার অভিযোগে বিশ্বে র সর্ববৃহৎ কোরআন লেখক বলে দাবি করা হাবিবুর রহমান আটক।

সোহারাফ হোসেন সৌরাভ সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭২ বার পঠিত

 

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা প্রতিনিধিঃ

চাকুরি দেওয়ার নামে প্রতারণা ও অধিক মুনাফার লোভ দেখিয়ে সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো: হাবিবুর রহমান নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যকশান বাটালিয়ন (র‌্যাব)। সোমবার রাতে তাকে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান সাতক্ষীরা শহরের পলাশপোলের আজিজুর রহমানের ছেলে ও পৃথিবীর সর্ববৃহৎ কোরান শরীফ নিজ হাতে লিখেছেন বলে দাবি করেন ।
খুলনা র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর গালিব মঙ্গলবার দুপুরে তাদের কার্যালয়ে এক প্রেস বিবৃতিতে জানান, এক সময়কার আশাশুনি উপজেলার বাঁকড়া গ্রামের বাসিন্দা ও বর্তমানে শহরের পলাশপোলের বাসিন্দা হাবিবুর রহমান(৩৫) ও তার কতিপয় সহযোগী মিলে ২০১৯ সালে ব্যাংদহা বাজারে একটি অন লাইন ব্যাংকের শাখা খোলেন। প্রায় একই সময়ে বনলতা সঞ্চয় ও ঋনদান সমবয় সমিতি লিমিটেড নামে একটি ভুয়া এনজিও খোলেন হাবিবুর রহমান। চাকুরি দেওয়ার নামে ও জমাকৃত টাকায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে স্থানীয় সাধারণ মানুষের নিকট থেকে তিনি প্রায় কোটি টাকা আত্মসাৎ করে সম্প্রতি অফিস বন্ধ করে লাপত্তা হয়ে যান হাবিবুর ও তার সহযোগীরা। এ ঘটনায় ব্যাংদহা এলাকার বেশ কয়েকজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি তাদের (র‌্যাব) এর কাছে অভিযোগ করেন। তারই ভিত্তিতে সোমবার রাতে হাবিবুর রহমানকে পলাশপোল এলাকা থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ মোঃ উশরুল আলম খান জানান, প্রতারণার অভিযোগে ব্যাংদহা গ্রামের সুভাষ মন্ডল বাদি হয়ে হাবিবুর রহমানের নাম উল্লখে করে সোমবার রাতেই থানায় একটি মামলা দায়ের করেছেন। র‌্যাব এর হাতে গ্রেপ্তারকৃত হাবিবুরকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

সোহারাফ হোসেন সৌরাভ, সাতক্ষীরা
০১৭১৯৭৭৭০৭১

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।