মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইলঃ
বাংলাদেশ থেকে মাত্র ১৫০০ টাকায় লোগো, খেলার স্কোর ও গ্রাফিক্স সহ ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করে দিচ্ছে উত্তরা টিভি লাইভ।
সমগ্র বাংলাদেশের সকল খেলা সরাসরি সম্প্রচারের আওতায় নিয়ে খেলার মান উন্নয়ন ও ভবিষ্যৎ পাইলাইনে জাতীয় মানের খেলোয়াড় তৈরির লক্ষে উত্তরা টিভি লাইভ এ পদক্ষেপ নিয়েছে। উত্তরা টিভি লাইভ মনে করে অলি- গলি, রাস্তায়, ক্ষেত, মাঠ-ঘাট থেকে খেলোয়াড় তৈরী হওয়া সম্ভব। একটি খেলা সরাসরি সম্প্রচার হলে তা ফেজবুক ও ইউটিউব এ রের্কড থাকে যা পরবর্তী তে খেলোয়াড় রা দেখে নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আরো ভাল খেলায় আত্মপ্রত্যয়ী হবে। আমরা কোন ম্যাচ কে ছোট মনে করি না হোক সেটা পাড়া কিংবা মহল্লার । আমরা আশা করবো খেলা সংশ্লিষ্ট সকলকে এ ব্যাপরে এগিয়ে আসা উচিত এবং যাদের টাকা আছে তাদের পৃষ্ঠপোষকতা করা দরকার। এখন খেলায় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা করলে রাতারাতি হয়তো এর সুফল পাওয়া যাবে না কিন্তু আগামী ১০-১৫ এর সুফল পাওয়া যাবে।