শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে হারিয়ে যাচ্ছে ২০০ বছরের মৃৎ শিল্পের ঐতিহ্য মুন্সিগঞ্জে সচিবের বাড়িতে ডাকাতির অভিযোগ মুন্সীগঞ্জে ঘনকুয়াশায় নৌযান ৮ ঘন্টা আটকা, হাজার মানুষের চরম দূর্ভোগ মুন্সীগঞ্জে শহীদ জিয়া পরিষদের সদর থানার সভাপতি আলী আজগর পলাশ,সম্পাদক আরিয়ান রাজ ( রউফ) উদীচী শিল্পীগোষ্ঠী সাতক্ষীরা জেলা সংসদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে আগুনে পুড়ল দোতলা ঘর ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত বিগত বছরে ৬৩৫৯ সড়ক দুর্ঘটনায় ৮৫৪৩ জন নিহত – যাত্রী কল্যাণ সমিতি বোয়ালখালীতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত জাগৃতি কার্যকরী সংসদ নির্বাচন ২০২৫-২০২৬ শপথ গ্রহণ ও কম্বল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

প্রতিনিয়ত রাস্তায় অসুস্থ পশু পাখির সেবা করে যাচ্ছেন ঝালকাঠির পশুপ্রেমী খ্যাত মুন।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ১৮২ বার পঠিত

 

মাসুমা জাহান,বরিশাল ব্যুরোঃ

ভালোবাসার সংজ্ঞা একেক জনের কাছে একেক রকম। আজ আপনাদের যে ভালোবাসার গল্প শুনাবো সেটা একটু অন্যরকম।এটা মা-বাবা,প্রেমিক, বন্ধু,আত্মীয়দের প্রতি ভালোবাসা নয়। এ ভালোবাসা অবলা প্রাণিদের জন্য।

বলছি ঝালকাঠি সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী শাহানাজ মুনের কথা।তিনি শহরের নতুন কলাবাগান এলাকার মো. মহসিন আলমের মেয়ে।মানবিক কাজের জন্য কয়েকটি সম্মাননা স্মারকও পেয়েছেন তিনি।আশপাশের সবার কাছে প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত শাহানাজ।টিউশনি করে উপার্জিত টাকা তিনি প্রাণিদের সেবায় খরচ করেন।

ঝালকাঠিতে যখনই কেউ কোনো কুকুর-বিড়ালকে অসুস্থ বা আহত অবস্থায় দেখেন সবাই তাকে ফোন করেন।শত ব্যস্ততার মাঝেও তাদের উদ্ধার করেন তিনি।এরই মধ্যে তিনি বিভিন্ন বয়সী ডজন খানেক বিড়ালকে চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে অবমুক্ত করেছেন।

এইতো কিছুদিন আগের ঘটনা।শহরের লঞ্চঘাট এলাকায় কোমর ও পিছনের দুই পা ভাঙা একটি কুকুর হামাগুড়ি দিয়ে চলছিল।এটা দেখে রুটি কিনে নিজ হাতে কুকুরকে খাওয়ান।পরে কুকুরটিকে রিকশায় করে শহরের সিটি পার্কে নিয়ে যান।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও সিটি পার্কের ইজারাদার হুমায়ুন কবীর সাগরের কাছে অনুমতি নিয়ে অসুস্থ কুকুরটিকে সেখানে রাখেন।প্রতিদিন ৩/৪বেলা খাবার ও সেবা দিয়ে যান মুন।শুধু তাই নয়, প্রাণিসম্পদ কার্যালয়ে নিয়ে চিকিৎসা করিয়ে ব্যবস্থাপত্র অনুযায়ী সেবা শুরু করেন তিনি|কুকুরটি এখন অনেকটাই সুস্থ।

প্রাণিদের প্রতি এমন ভালোবাসার ব্যপারে জানতে চাইলে মুন জানান তার নানান অভিজ্ঞতার কথা।ছোটবেলায় ‘জীবে প্রেম করে যেই জন,সেই জন সেবিছে ঈশ্বর’গল্প পড়েই শিখেছেন কীভাবে প্রাণিদের ভালোবাসতে হয়।এনিয়ে অনেকের কাছ থেকে অনেক বাজে মন্তব্য শুনেছেন তিনি। কিন্তু কখনো কারোর কথায় কান দেননি।

মুন বলেন, কে কি করলো বা বললো তাতে আমার কিছু যায় আসে না। কারণ পশুরও তো প্রাণ আছে। ওদের কারণেই পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে। প্রাণিকে ভালোবাসলে মানুষ উগ্র হবে না, অপরাধী হবে না। প্রাণিপ্রেম মানুষকে উদার করে।

তিনি আফসোস করে বলেন, কুকুর-বিড়ালকে একটু সহযোগিতার মানসিকতা খুব কম মানুষের আছে। উল্টো পারলে লাথি দেবে। লাঠি দিয়ে আঘাত করবে। মানুষ খাবার নষ্ট করে তবুও কুকুর বিড়ালকে দেয় না।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।