উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)
যশোর-৫, মনিরামপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইয়াকুব আলী বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার দেশের বিভিন্ন প্রান্তে মাটির নিচে পড়ে থাকা সম্পদ খুঁজে বের করতে নানা ধরনের প্রকল্প গ্রহন করছেন। এতে করে হাজারো বছরের আগের প্রত্নতাত্ত্বিক নানা ধরনের বস্তু উন্মুক্ত হচ্ছে। দেশের আপামর জনসাধারণ প্রাগ ঐতিহাসিকসহ শত শত বছরের নানা নিদর্শনের রহস্য সম্পর্কে জানতে পারছে। বুধবার সকালে উপজেলার খেদাপাড়া ইউনিয়নের ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে প্রাপ্ত প্রত্নবস্তুর উন্মুক্ত প্রর্দশনীর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে পৌছুলে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। এরপর ধনপোতা ঢিবিতে প্রত্নতাত্ত্বিক বিভাগের খননে প্রাপ্ত প্রত্নবস্তু ঘুরে ঘুরে দেখেন তিনি। এ অনুষ্ঠান শেষে খেদাপাড়া পল্লী মঙ্গল বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী। এসব অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলী হাসান, প্রত্নতাত্ত্বিক খুলনা ও বরিশাল বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন, আবুল কালাম আজাদ মিলন, বাবুল আক্তার বাবলু, কৃষকলীগ নেতা রুহুল আমিন মঞ্জু, যুবলীগ নেতা হাবিবুর রহমান, দেলোয়ার হোসেন, সাইফুল ইসলাম প্রমূখ।