আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
ইতিহাসের এই প্রথম সৌদি আরবের নাগরিক হিসেবে প্রথমবারের মতো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সফলভাবে অবতরণ করেছেন এক সৌদি নারীসহ দুই নভোচারী।
সৌদিআরবের এই দুই মহাকাশচারীর একজন নারী রায়ানাহ বারনাভি।তিনি পেশায় স্তন ক্যানসার গবেষক, রায়ানাহ মহাকাশে যাওয়া সৌদির ইতিহাসে প্রথম নারী হিসেবে নিজের নাম লেখিয়েছেন।
রায়ানাহ সঙ্গে এই সফল অবতরণে সঙ্গী হয়েছেন সৌদির আরও এক নভোচারী আলী আল-কারনি। তিনি পেশায় একজন যুদ্ধবিমানের পাইলট।
এছাড়াও তাদের সঙ্গে থাকা অন্য দুইজন হচ্ছেন নভোচারী পেগি উইটসনস এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বৈমানিক জন সফনার।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ সংস্থা অ্যাক্সিওম স্পেস আয়োজিত এই মিশনের নাম রাখা হয়েছে এএক্স-টু।
তথ্যে জানা যায়, স্থানীয় সময় রোববার বিকাল ৫টা ৩৭ মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরালের কেনেডি স্পেস সেন্টার থেকে মিশনটির যাত্রা শুরু হয়। তাদের বহনকারী স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটটি ১৬ ঘণ্টা পর আজ সোমবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সফল অবতরণ করে ।
এএক্স-টু মিশনের এই নভোচারী দলটি মহাকাশে অবস্থানরত ৭ নভোচারীর সাথে যুক্ত হবেন। স্পেস এক্সের এই মিশনে নাসার সাবেক নভোচারী পেগি হুইটসন বাদে বাকি ৩ জনই অর্থপ্রদানকারী গ্রাহক হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গেছেন।
সৌদির নভচারী দলটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন অবস্থান করবেন বলে জানা যায় ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।