আলী আজীম, মোংলা (বাগেরহাট)
মোংলা বন্দর প্রতিষ্ঠার প্রায় ৭৩ বছর পর প্রথম বারেরমতো বড় চালানের কয়লা নিয়ে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় ভিড়েছে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ 'এম ভি মানা'। জাহাজটি গত রবিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরের ফেয়ারওয়েতে নোঙর করলেও শনিবার (১১ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করে মোংলা বন্দর কর্তৃপক্ষ।
সুলতান শিপিং লাইন্স এর প্রতিনিধি রাজু আহমেদ জানান, লাইব্রেরিয়ান পতাকাবাহী "এম ভি মানা" মাদার ভেসেলটি গত ৫নভেম্বর কাজী এন্টারপ্রাইজ এন্ড কাজী সোবাহান ট্রেড প্রতিষ্ঠানের ৬০ হাজার ৫০০ মেট্রিকটন কয়লা নিয়ে ফেয়ারওয়েতে এ্যাংকর করে।
জাহাজটি ফেয়ারওয়েতে ৩১,৫০০ মেট্রিকটন কয়লা লাইটারের মাধ্যমে খালাস করে ড্রাফট কমিয়ে ২৯,০০০ মেট্রিকটন নিয়ে গত ৮ নভেম্বর রাতে হারবারিয়া ৮ এ অবস্থান করে। এখন জাহাজটি হারবারিয়া ৪ এ শিফটিং হয়ে আসছে। আগামী ২ /১ দিন পরে খালাস কার্যক্রম সম্পন্ন হলে বন্দর ত্যাগ করবে বলে জানান তিনি।
মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ সচিব মোঃ মাকরুজ্জামান বলেন, বন্দরের বহিনোঙ্গর নিয়মিত ড্রেজিংয়ের ফলে অনায়াসেই গভীর ড্রাফটের জাহাজ মোংলা বন্দরে ভিড়তে পারছে। আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই বন্দরে আসা বিদেশি জাহাজ থেকে পণ্য খালাস করায় এই বন্দর ব্যবহারে বিদেশিরাও আগ্রহী হচ্ছেন।
উল্লেখ্য, গত ২৪অক্টোবর কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বোনটাং পোর্ট থেকে মোংলা বন্দর এর উদ্দেশ্যে ছেড়ে আসে জাহাজটি।
আলী আজীম, মোংলা
০১৯২৫২৯৬৮২২
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।