দেবহাটা প্রতিনিধি:
রাজশাহীতে বিএনপির কর্মসূচি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাননাশের হুমকির প্রতিবাদে দেবহাটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীগণ। সোমবার উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের আহ্বানে উপজেলা পরিষদ অভিমুখে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. স.ম গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রাহান তিতু, বীর মুক্তিযোদ্ধা ও দেবহাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন মোফা, নাজমুস শাহাদাৎ নফর বিশ্বাস, আব্দুল হক, সাবেক ইউপি সদস্য শামসুর রহমান, কুলিয়া ইউনিয়ন ডেপুটি কমান্ডার নুর মোহাম্মদ, পারুলিয়া ইউনিয়ন ডেপুটি কমান্ডার শামসুল হক, সখিপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার সাবুর আলী, নওয়াপাড়া ইউনিয়ন ডেপুটি কমান্ডার মোফা, সদর ইউনিয়ন ডেপুটি কমান্ডার ইদ্রিস আলী, ওয়াহেদ আলী, জামাত আলী, আবুল কাশেম, হাসিম গাজী, জাফর গাজী প্রমুখ। এসময় উপজেলার মুক্তিযোদ্ধা সাংসদের অন্যান্য নের্তৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে প্রাননাশের হুমকি দাতা বিএনপি নেতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমুলোক শাস্তির দাবি জানান বক্তারা।