উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে সোমবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা অফিসার্স ক্লাবে প্রশাসন এ কর্মশালার আয়োজন করে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ প্রধান অতিথি হিসেবে সকালে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাংষ্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী মন্টুর সংঞ্চালনায় কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি এবং উন্নয়ন ও মানবসম্পদ বিভাগ) শারমিন সুলতানা, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তৃতীয় লিঙ্গের স্থানীয় সংগঠন প্রিয় নীড় এর সাধারণ সম্পাদক মায়া রানী, উল্লাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল বাতেন হিরু প্রমূখ বক্তব্য রাখেন।
কর্মশালায় ৫টি গ্রুপে মোট ৫৩ জন বিভিন্ন পেশা, প্রতিষ্ঠান, সংগঠনের প্রতিনিধি ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহন করে।