মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার (১০ আগস্ট ২০২৩) গণভবনে সপরিবার সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার হাতে ইয়েমেনে অপহরণের শিকার জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি নাগরিক লেফটেন্যান্ট কর্নেল (অব.) এ কে এম সুফিউল আনাম।
এ সময় সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল টি এম জোবায়ের ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ উপস্থিত ছিলেন।
আল-কায়েদার হাতে ১৮ মাস বন্দী থাকার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এনএসআই তাঁকে উদ্ধার করে। সুফিউল আনাম বুধবার (৯ আগস্ট ২০২৩) বিকেলে দেশে ফিরেছেন।