সময়ের সংলাপ, ডেস্ক রিপোর্টঃ
সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
সিনিয়র সাংবাদিক নাঈমুল ইসলাম খান আমাদের নতুন সময় পত্রিকার এমেরিটাস সম্পাদক এবং আমাদের অর্থনীতির সাবেক সম্পাদক।
বৃহস্পতিবার (৩০ মে) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতা শুরুর ক্ষেত্রে তাকে পথিকৃৎ মনে করা হয়।
বিশেষ করে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ দৈনিক যুগের পর, দৈনিক আজকের কাগজ পত্রিকার মাধ্যমে বাংলাদেশে সাংবাদিকতার যে নতুন বিপ্লবের সূচনা হয়েছিল, সেই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন নাঈমুল ইসলাম খান।