মোঃ আরিফুজ্জামান সাগর, নিজস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সিলেটের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। রোববার দুপুর ১২টায় তিনি সপরিবারে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
আনোয়ারুজ্জামান সমকালকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাকে সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরীও প্রধানমন্ত্রীকে সিলেটবাসীর পক্ষ থেকে সালাম জানিয়ে বলেন, আপনি আমার ওপর আস্তা রেখে সিলেট নগরবাসীর সেবক হতে নৌকার মনোনয়ন দিয়ে পাঠিয়েছিলেন। সিলেটবাসী আপনাকে এবং নৌকাকে ভালোবাসেন বলেই আমাকে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন।
সাক্ষাৎকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী হলি চৌধুরী, ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের পর এবার মেয়রের পদটি পুনরুদ্ধার করে আওয়ামী লীগ। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুলকে প্রায় ৬৮ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আনোয়ারুজ্জামান। তিনি নৌকা প্রতীকে ১ লাখ ১৯ হাজার ৯৯১ ভোট পান। আর নজরুল ইসলাম বাবুল পান ৫০ হাজার ৮৬২টি ভোট। ৪২টি ওয়ার্ডের ৪ লাখ ৮৭ হাজার ৮১১ জন ভোটারের মধ্যে নির্বাচনে ভোট পড়েছে ২ লাখ ২৭ হাজার ৮৫৯টি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।