উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার উল্লাপাড়া-উধুনিয়া নবনির্মিত আঞ্চলিক সড়ক জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সড়ক উদ্বোধন করেন। চলন বিলের সিরাজগঞ্জ অংশের বুক চিরে ৬০ কোটি টাকা ব্যয়ে ২২ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি সড়ক ও জনপথ অধিদপ্তর নির্মান করেন। ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল ইসলাম প্রাইভেট লিমিটেড ও রানা বিল্ডার্স যৌথভাবে এ সড়কের নির্মান কাজ সম্পন করেছে।
সড়ক সংশ্লিষ্ট উল্লাপাড়া উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন এবং উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাচ্চু জানান, স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের আন্তরিক প্রচেষ্টায় চলন বিলের মাঝে এই সড়কটি নির্মিত হয়। সড়কটি জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়ায় সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া ও পাবনা জেলা ভাঙ্গুরা উপজেলা বাসির দীর্ঘ দিনের দূর্ভোগ নিরসন হলো। সেই সাথে এই অঞ্চলের অর্থনৈতিক অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা হলো।