ভারতের জাতীয় নির্বাচনে পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরে যাবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন প্রধানমন্ত্রীর অবশ্যই ভারত সফর হবে। তবে ভারতের নির্বাচনের পরে। সেটি কখন হবে সেটি নিয়ে কোনো আলোচনা ইতোমধ্যে আমাদের অফিসিয়াল লেভেলে হয়নি।
এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, জুলাই মাসে প্রধানমন্ত্রীকে বেইজিং সফরের আমন্ত্রণ জানিয়েছে চীন; সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন সরকারপ্রধান।
রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে জানায়, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে গিয়ে তার দেশের সরকারের তরফ থেকে এই আমন্ত্রণ জানান।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে বলেন, ইয়াও ওয়েন আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রীকে চীন সফরের আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী সে আমন্ত্রণ গ্রহণ করেন।