সজল রায়, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলায় বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকী ও কুরুচিপূর্ন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
শনিবার (৪ জুন,২০২২) সকাল ১১ টায় খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্তর নেতৃত্বে খোকসা বাজার থেকে বিক্ষোভ মিছিল টি শুরু হয়। মিছিলটি খোকসা বাসষ্ট্যান্ডে এসে জড়ো হয়ে সমাবেশে রুপ নেয়।
এ সময় বক্তারা, বিএনপি জামায়াতের নৈরাজ্য ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কুটুক্তির তীব্র প্রতিবাদ করেন এবং বিএনপি জামায়াতের যে কোন নৈরাজ্য রুখে দেওয়ার ঘোষনা দেন। মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন, খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক, আল মাছুম মুর্শেদ শান্ত, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান, হবিবর রহমান হবি, ওসমানপুর ইউনিয়ন আওয়ামীগের সাধারন সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান, আনিসুর রহমান বাবলু।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, শামসুজ্জামান দীন, খোকসা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক খোকসা বাপ্পী বিশ্বাস রাজু, খোকসা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য, সজল রায়।
আরও উপস্থিত ছিলেন, ওসমানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান লিটন মোল্লা, খোকসা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক , আসিফ সরফরাজ শুভ সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীবৃন্দ।