মোঃ জমির উদ্দিন ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ তালা সাতক্ষীরাঃ
“গাছ লাগান, পরিবেশ বাঁচান”
গাছে গাছে সবুজ ভূমি, বাঁচবে আমার মাতৃভূমি।
এই স্লোগানকে সামনে রেখে গতকাল সকাল ৯ টায় (মঙ্গলবার)প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা-এর পক্ষ থেকে সাতক্ষীরা জেলা ব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী ফ্রি ব্লাড ক্যাম্পিং , এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সাতক্ষীরা আয়োজিত বৃক্ষরোপণ অভিযান-২০২৩ অনুষ্ঠানের মাধ্যমে সাতক্ষীরা জেলায় প্রায় ২০০ শত ফলজ,বনজ,ঔষদী, ফলাদি গাছ বিতরণ করা হয় ।
অর্থায়নে:- জনাব, আল- ইমরান হুসাইন (পলাশ) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান তিনি বলেন তাপমাত্রা কমাতে, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে এবং অক্সিজেনের জন্য বৃক্ষ রোপণ কার্যক্রমে আমাদের সবার এগিয়ে আসতে হবে। পৃথিবীকে সুস্থ রাখতে হলে গাছের বিকল্প কিছু নেই, তিনি আরো বলেন আসুন সবাই মিলে দেশ ও দেশের মানুষের স্বার্থে এক সাথে মানবিক কাজে অংশগ্রহণ করি।
বৃক্ষরোপণ অভিযান-২০২৩ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংগঠনের সদস্যবৃন্দ, তারা হলেন মোঃ সবুজ হোসেন,মুজাহিদ,সজীব হোসেন,আকাশ,ইলিয়াস হোসেন, অছিকুর হোসেন,হাবিবুর রহমান , রুপা, রাজু আহম্মেদ,তৌহিদ , এনামুল,মারুফ, দিপু ইসলাম, সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।