মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর।"স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্য সামনে রেখে শনিবার দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করেছে । গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গণি তালুকদার।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল আউয়ালের সভাপতিত্বে, উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আজিজুল হকের সঞ্চালনায়, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, নারী ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, সরকারি লৌহজং কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক রাজিব প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীর সবগুলো স্টল পরিদর্শন করেন। এ প্রদর্শনীতে ৪৩টি স্টলে উন্নত জাতের গাভী, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি,পুত্র, কুকুর, বিড়াল, খরগোশ, বিভিন্ন জাতের সৌখিন পাখি ও গবাদিপশু, হাঁস-মুরগির উন্নয়ন সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি, ওষুধ ও পশু খাদ্য এবং পাশাপাশি বিভিন্ন দুগ্ধজাত পণ্য যেমন- মিষ্টি, দই, ঘি, মাখন, ছানা, বিভিন্ন ধরনের পিঠা, নানান ধরনের আচার ও পনির প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে খামারিরা বিনামূল্যে পশুর চিকিৎসা পরামর্শ ও ওষুধ বিতরণ করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।