চট্টগ্রামের হাটহাজারীতে চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় পশ্চিম চারিয়া কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা ভবন নির্মাণকাজ দুই দফায় সময় বাড়ানোর পরও কাজ সম্পন্ন করতে পারেনি আল আমিন ট্রেডিং নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান।
২০২০ সালের ৭ সেপ্টেম্বরে দেওয়া কার্যাদেশ অনুযায়ী ২০২১ সালের ৩০ জুন এ কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। ওই সময়ে কাজটি শেষ হয়নি। এরপর আরও দুই দফায় সময় বাড়ায় উপজেলা প্রকৌশলী দপ্তর। এর পরও ৮৮ লক্ষ ৫৬ হাজার ৫শত ৮৯ টাকার কাজটি শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে কাজটি তদারকির দায়িত্বে আছেন সাব ঠিকাদার মো. হাসান নামের এক ব্যক্তি।
নির্মাণাধীন ওই ভবনে দুইটি ক্লাস রুম, একাডেমিক ভবন ও অফিস কক্ষ এবং দু'তলায় আরো একটি কক্ষে ক্লাস রুম হবে জানান ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা খায়েরাতুল হাসিনা। তিনি বলেন, কাজ শেষ না হওয়াতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকরা। কর্তৃপক্ষের উচিত ঠিকাদারকে সময়মতো কাজ শেষ করতে বাধ্য করা।
স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি ও মির্জাপুর ইউপি ৯নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ মুছা বিএসসি নিউজনাউকে বলেন, নির্মাণাধীন শিক্ষা ভবনের চারপাশে ইট ও কংক্রিটের অংশ ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে ঠিকাদার ও নির্মাণ শ্রমিকদের কোন খবর নেই। অবকাঠামো দৃশ্যমান হলেও আস্তরণ, পলেস্তার ও রং করার কাজ বাকি। এইভাবে পড়ে থাকলে দেয়ালজুড়ে শ্যাওলা আসতে পারে। আমাদের দাবি কাজটি দ্রুত সম্পন্ন করা হোক।
ঠিকাদারি প্রতিষ্ঠান আল আমিন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মো. সেকান্দার নিউজনাউকে বলেন, শিক্ষা ভবন নির্মাণের কাজটি সাব ঠিকাদার হাসানকে দেওয়া হয়েছে। করোনাকালীন পরবর্তী সময়ে কাঁচামাল শিল্পের উর্ধ্বগতির কারণে কাজটি যথাসময়ে করতে ব্যর্থ হয়েছি। তবে চেষ্টা করব দ্রুত সম্পন্ন করতে। এদিকে ওই কাজের সাব ঠিকাদার হাসানকে মুঠোফোনে পাওয়া যায়নি।
হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে নিউজনাউকে বলেন এটা অনেক আগের প্রকল্প। ঠিকাদার বলছে কাঁচামাল শিল্পের উর্ধ্বগতির কারণে কাজটি সম্পন্ন করতে পারেনি। কাজের মেয়াদ বাড়লেও এবার আর ছাড় দেওয়া হবে না। সময়ের মধ্যে কাজ বুঝে নেওয়া হবে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।